কি অবস্থা? বৃষ্টি হচ্ছে, শব্দ পাচ্ছো?
তুমি কি আমার কথা ভাবছো –
স্মৃতির দোলনায় চেপে হাতরে ফিরছো
বিশ বছর আগে পতেঙ্গা বেড়ানো?
বান্দরবন, কাপ্তাই লেক, পিকনিক
রাঙ্গামাটির স্বর্ণমন্দিরের চূড়া
রামুর বৌদ্ধ মন্দিরের বৃহৎ ঘন্টা
মনে আছে, মনে আছে সব ?
-
তাহলে এত অসহিষ্ণু লাগে কেন –
কেন তোলপাড় হচ্ছে আকাশ-পাতাল
কেন হচ্ছে এত মেঘের গর্জন !?
কেন কাঁদছে আকাশ অবিরাম সকাল সন্ধ্যা
কার জন্য, বলো কার জন্য ?
-
বৃষ্টির ছাঁট লাগছে তোমার গায়ে
জল ঢুকে ছয়লাব করে দিচ্ছে
তোমার ঘর বাড়ি, বেলকনিতে
কি যন্ত্রনায় পরেছো তুমি, আহা!
-
যেন একজন অবাধ্য প্রেমিক তোমার
জীবন করে দিচ্ছে এলোমেলো –
তছনছ করে দিচ্ছে সব কিছু বারবার।
-
কই তুমি? কত-শত দিন তোমাকে দেখিনা
স্মৃতি গুলো কিলবিল করে সারা শরীর জুড়ে
আজকাল ছোটবেলার কথা খুব মনে পড়ে
আজকাল মায়ের আদর খেতে খুব ইচ্ছে করে
আজকাল মন খুলে গল্প করতে খুব ইচ্ছে করে
আজকাল শুধুই বক বক করতে খুব ইচ্ছে করে
বাক বাকুম করতে ইচ্ছে করে সারাদিন !
১৩/৫/২০২০ ঢাকা।