আমার পাশ দিয়ে সে হেঁটে গেল উড়নি উড়িয়ে
সাবলিল ভঙ্গিতে হাই হিল পায়ে অপ্সরী  চালে
গায়ে যার মন মোহিনী মেধাবী সুবর্ণ সুবাস
সে এখন চেনে না আমাকে

আমি-ই কী তাকে চিনি ছাই ঠিক মতো, যথাযথ
আমি তখন বেদনার নীল পাহাড়ে জটায়ু জীবনে

ঘাতক রাত এখনো জেগে আছে শিয়রের কাছে
চারিদিকে  হাহাকার  ফিলিস্তিনি শিশুদের
ঈশান কোনে গোলাগুলির আওয়াজ
গলা পচা লাশের স্তুপ, রকেট লাঞ্চার
ঢুকে পড়ছে বহুতল ভবনের জানালা গলে  

এসব বিচলিত করেনা সংসদের অধিবেশন
ঘোরের মধ্যে স্বপ্ন  হানা দেয় বারবার।

০৫.০৪.২০২৪
বসুন্ধরা ঢাকা।