শ্রীমতী কণিকা সোম, কিছুটা আনন্দ জড়াও শরীরে।
অদৃশ্য কলিংবেল বাজার শব্দে দরোজায় দাঁড়াবে যমদূত,
মোহিনী শাড়ীর চত্বরে উৎসব উৎসব গন্ধে অকস্মাৎ থমকে দাঁড়াবে, ভুলে যাবে তার নিজস্ব সুবাস !
শ্রীমতী কণিকা সোম, হাতে আজ অসম্ভব সংক্ষিপ্ত সময়,
ভালবাসা চিৎকার আর ভালবাসা উৎসব লুফে নাও অজস্র দু'হাতে।
কখন গণিকা বলে লাম্পট্য সম্রাট পরাবে জ্বলজ্বলে রোমান্টিক টিপ,
সহজ সে কথা জানাবে কোন সে ঈশ্বর !
শ্রীমতী কণিকা সোম, হাতে আজ অসম্ভব সংক্ষিপ্ত সময়
কিছুটা আনন্দ উপভোগ করে নাও আজকের সতীন বিকেলে !
কুষ্টিয়া, ১৯৭৫
কাব্যগ্রন্থ : আয়নায় নিসর্গ রমণ