দারুণ এক অস্থিরতায় আছি তোমার সম্বোধন জানা ইস্তক
আমার ভেতরে ফুটছে অনুতাপের খৈ
তাহলে কি এটাই সত্য হবে,এতদিন হৃদয়ে ভালোবাসা পুষে পুষে গড়েছি যে মিনার,তোমাকে উর্বরা ভেবে বুনেছি ফসল, অপেক্ষায় থেকে কতো দিনরাত্রির গুনেছি প্রহর
তোমার বৃষ্টি ভেজা সান্নিধ্য,তোমার শরীরের উষ্ণতা, তোমার চুম্বন সব ভুল ছিল ---
-
অনর্গল আমার মধ্যে ফুটছে অনুতাপের খৈ
এতদিন এ ঘনিষ্ঠতা ছিল এক আহাম্মুকি!
তাহলে কি এটাই সত্য হবে,এই মহিরুহ হৃদয়ে
বাহুতে তিল তিল গড়ে গড়ে ওঠা লকলকে ভালবাসা
তোমার বুক,পাঁজর ছোঁয়া সুখ, তোমার চোখ বুঁজে আদরে ওষ্ঠ স্পর্শ করা, সব কিছু, সব কিছু মিছে হবে ---
-
তোমার এ সম্বোধন, হৃদয় ছেঁড়া সম্বোধন যদি প্রকৃতই অর্থবহ হয়,তবে কেন পুষে রাখবো এ দীর্ঘ শ্বাস
চুর্ণ বিচুর্ণ করে দেব লাঙলের ফলায় গড়ে তোলা উর্বর ভূমি
সব কিছু বর্শার খোঁচায় ছিন্ন ভিন্ন করে দেব
রক্ত বন্যায় ধূয়ে দেব সে পাপ কথা
অন্তত কিছু টা সস্তি পাওয়া যাবে
আমার প্রেম,প্রেমময় অনুভূতি রক্তাক্ত করে চলে গেলে --
-
বুঝে গেছি,বিগত সব সিদ্ধান্ত ভুল ছিল, সময় বলবে
আমার সাত্ত্বিক ভাব ভালোবাসা কতটা সত্যি ছিল
কতটা সঠিক ছিল ! !

কুষ্টিয়া
২৭.০২.১৯৭৯