কলিং বেল বাজলো সশব্দে –
দুধওয়ালা,
কলিং বেল বাজলো –
দৈনিক পত্রিকা,
আজ যুগান্তর রেখে গেছে।
আবার কলিং বেল –
গ্যাস সিলিন্ডার
এন্তার লোক সারীতে দাঁড়ানো।
-
কলিং বেল বাজে ,
সকালটা চটকে দেয় প্রতিদিন
এবার ভাবছি জন্ম ভিটায় ফিরে যাবো
নাগরিক যন্ত্রনা পেতে পেতে
অথর্ব জীবন 
-
পুকুরে ডুবে অবগাহন
খড়ির উনুনে ভাত ফুটিয়ে নেওয়া,
খাবো লমকা লমকা মাটির সানকিতে
খুঁটে খাবো বনোজ শাক সবজীর ছালুন।

০৭.০৮.২০২২
বসুন্ধরা, ঢাকা