সব কিছু নিধার্রিত ছিল, রঙিন ছকে বাঁধা ছিল আগেই ;
যে দল অর্জন করুক সংখ্যা গরিষ্ঠতা,ক্ষমতা,হস্তান্তর
হবে না কোন মতেই।
-
কোন রাজ্যপাট ভাগাভাগি, দায়িত্ব বন্টন,  কোন স্বায়ত্তশাসনের দাবি,কোন প্রজাতন্ত্রের রূপরেখা,নতুন পতাকা, কিছুই হবে না মানা কোন অজুহাতে,
মামাবাড়ির আবদার আরকি!
-
প্রয়োজনে তন্দুরি খাও ওদের সাথে মাংসের সুরুয়ায় ডুবিয়ে ডুবিয়ে, সঙ্গে কাবাব-মুরগি মসল্লাম
রঙিন জলের ফোয়ারা ছুটাও
নৃত্য গীত, আনন্দ উৎসবে ভরে তোলো মাহফিল খানা
বাসমতী চাল আর ঘি এর বাস্নায় মৌ মৌ করুক চতুর্দিক।  -
পোষা সারমেয় চক্ষুমুদ্রিত করে বাকরুদ্ধ হয়ে থাক, স্তব্ধ হয়ে থাক।
বায়ান্নতে ভাষা ভাষা করে চিৎকার করছে গুটি কয় লোক
বেসিক ডেমোক্রেসি দিয়ে ঠান্ডা করে রেখেছি গ্রাম ও মহল্লা, শহর ও সভ্যতা।
-
আটষট্টিতে  ভেবেছিলাম নিশ্চিহ্ন করে দেব সর্বাংশে,
পালের গোদাগুলো সব ধরা ছিল জালে,
কারাগারের ঘেরাটোপে
শুরু হয়েছিল মামলা 'আগরতলা ষড়যন্ত্র',
'বাঙাল মুলুকে, কোথা থেকে আসে এইছা হিম্মত!'
-
ছয়দফা আন্দোলন দানা বেঁধে উঠলো কি করে ?
তারপরও আন্দোলনের মুখে ছেড়ে দিতে হলো সব !
ক্ষমা করেছি বারবার দেশের স্বার্থে,ঐক্যের স্বার্থে
আর কোন ছাড় নেই, দ্বিধা নেই --
-
" 'জয় বাংলা' বলা কাফেরদের বিরুদ্ধে হাতিয়ার তোলো
শেষ করে দাও মালাউনের শেষ পৌরুষ , বীজ পুঁতে দাও
আওরাতকো গোদমে,আদমিকো কৈ জুড়রোত নেহি,
হামলোগকো মিট্টি চাহিয়ে, সব কুছ মিট্টিমে মিলা দো।"
-
লোকালয়ে ঘরে পথে প্রান্তরে জনস্রোতে স্রোতে নদীর কিনারায়, বনভূমিতে আমাকে-আমাদের সকলকে
ধূলিসাৎ করতে চেয়েছিলে তুমি-তোমরা,অস্তিত্ব - ঐতিহ্য
ধ্বংসস্তুপের আবর্জনায় ছুঁড়ে ফেলেছিলে, নিশ্চিহ্ন ভেবে।
-
পাঁচ দশক বাদে চেয়ে দেখ এ মাটিতে,এ মৃত্তিকায় আবার মাথা দোলাচ্ছে ফুল ও ফল, কুসুমের দল,সোনালী আঁশ,
বয়ে যাচ্ছে কল কল ধ্বণি তুলে স্রোতস্বিনী নদীর জলধারা
গাছে গাছে শাখায় প্রশাখায় পাখির কুজন, কলকাকলি।
আমার এ দেশ, স্বাধীন মাতৃভূমি,
ধরিত্রির বুকে মাথা উঁচিয়ে আছে আমার এ দেশ,
আমার স্বদেশ, আমাদের বাংলাদেশ !!

ঢাকা
১০/১০/২০২০