সকালের ঘুম
ভাত ঘুম
রাত নামে শুনসান
দাম্পত্য ঘুম
রাত হয় অবসান !
-
আবার ভোরের ঘুম
দুপুরের ভাত ঘুম
মনটা ফুরফুরে
কত ধূমধাম
রাত নামে
জোনাকীরা জ্বলে
দাম্পত্য ঘুম
শরীরটা ঝরঝরে !
-
দিন রাত হৈচৈ, সবকিছু চমকালো
দিনে দিনে সংসার সবকিছু জমকালো !
-
এরপর একদিন বিষন্ন বিকেলে
পূর্ব পুরুষের ছবির সাথে
ঠাঁই মেলে দেয়ালে
ফলক লেখা হয়, সেঁটে দেয়
জন্ম - মৃত্যু পঞ্জি
নাম ধাম ঠিকানা
তারপর সবকিছু অনিশ্চিত অজানা !
-
তখন শুধুই ঘুম
একটানা বারো মাস
চিরশান্তির ঘুম
চিরনিদ্রার ঘুম
বিছানায় সবুজ ঘাস !

২৪/০৮/২০২০
উত্তরা,ঢাকা।