সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে ওঠা
হাতে কলমে তালিম মেলে
পিতা-মাতা,শিক্ষক,অভিভাবক
কত কাট-খর পোড়ে!
-
ইঁট-পাথরের গুতো খেতে খেতে
এক সময় রপ্ত হয় সিঁড়ি ভাঙা ;
কৌশল রপ্ত হয়,তৈরি হয় পান্ডিত্য।
সাপ-খোপের মুখ এড়িয়ে চলা,
বুদ্ধিদীপ্ত এগিয়ে চলা।
-
তারপর শুধু এগিয়ে চলা,
একসময় সব সিঁড়ি ফুরিয়ে যায়,
শুধু থাকে সুনীল আকাশ,আনত ভূমি।
০৯/১২/২০২০
তেজকুনি পাড়া,ঢাকা।