খুব ভালো কাঁথা সেলাই করে শিবেনের মা
নকশীকাঁথার কাজ কারুকাজ করা
তাঁর  নিপুণ হাতের ডগায় খেলা করে সুঁচ
কি দারুণ রুপ পায় ----গড়ে ওঠে  বিচিত্র খোদাই
ছেলেবেলা এইসব দেখে দেখে
গোটা বাংলা জুড়ে শিল্পের কান্তনগর হবে
ধূপের আরতি সময়ে এই ছিল প্রার্থনা,বক্তব্য বিষয়।
-
চোখের দৃষ্টি কেমন ফাঁকা ফাঁকা ম্লান হয়ে গেছে
শিবেনের মার
হাতড়ে হাতড়ে দেখেন তিনি নদীর শুভ্রতা।
-
আমার এ দেশ জুড়ে শিল্পের কান্ত নগর হবে
কবে হবে নকশী কাঁথা কারুকাজ করা
কবে কবে রূপ পাবে বিচিত্র খোদাই।

১৯৮৩
কুষ্টিয়া