"সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরনং ব্রজ !!"

শেষ ধাপে কেউ থাকে না সঙ্গে,
মহা নির্বাণের পথে !
-
কেউ গোনে না হিসাবে
কোন রাজনৈতিক সহযোদ্ধা
কোন স্কুলের সহপাঠী, নেংটা কালের দোস্ত
পুরানো অফিসের কোন প্রাক্তন সহকর্মী 
নিজেদের হাতে গড়া সমিতির চটপটে সদস্যে
অন্য কোন ধরনের সহযোগী
কোন অঙ্গপ্রতিষ্ঠান, যারা অনুগামী ছিল
এতদিন, তারাও মুখ ঘুরিয়ে চলে যায়, 
চলে যায়, নিয়ন্ত্রণ থাকে না কিছুতে
কয়েক দশকের চেনা জানা
পরিচিত জন, বিরস মুখে মাথা হাতরায়। 
-
কোন
পোপতান্ত্রিক
ধর্মগুরু - ধর্মভাই
আত্মীয় স্বজন
ব্যাংকের চেক বই
দামী - দুর্লভ ঔষধ
পাঁচ তারকা মান সম্পন্ন হাসপাতাল
দেশে কিংবা বিদেশে
সর্বত্র
কার্যকারিতা হারায়।
-
সবাই ছুঁড়ে দেয়
বাতিলের খাতায় !
শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গুলো বৈরী হয়ে ওঠে
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ে
জিহ্বা- ত্বক- দৃষ্টি- কর্ণ- নাসিকায়
সবেরই বিভ্রম ঘটে
স্বাদ বর্ণ গন্ধ কোন অনুভূতির
আলাদা অস্তিত্ব থাকে না --
সব একাকার হয়ে যায়
এই বিশ্ব ব্রহ্মান্ডে তুমি তখন পুনর্বার একা
আজ তোমার সমাপনী পর্ব
এ সাবধান বাণী দ্রুতলয়ে বাজে।
-
বিধান তুমি সাবধান হও, সাবধান !
শরীর জাগিয়ে রাখো, আনন্দ গানে
বলো ' আমার এই দেহ খানি তুলে ধরো
তোমার ঐ দেবালয়ের প্রদীপ করো। '
ধূপ ধূনো দেওয়া ধূসর গোধূলিতে ---
''ক্ষিতি, অপ, তেজ , মরুৎ, ব্যোম"
এ-ই পঞ্চভূতে বিলীন করে দাও !!

২৭/১২/২০২০
ধানমন্ডি,ঢাকা।