তুমি আমাকে আগলে রাখো,
উত্তাপে সজীব করে রাখো সকল সময়
সে কারণেই না না করতে করতে বিপরীত সত্য হয়ে যায়
পালটে যায়,ধরে রাখতে পারিনা নিজের জবান।
-
এখানে বৃষ্টি হয় একটানা,বেশরম বেলেল্লাপনায়
বেড়ে যায় রিকশার ভাড়া,
জামা ও কাপড়ে কাদা ছিটাছিটি
যেন এ অঞ্চল এখনো আদিমতায় আছে
সভ্যতার ঝাঁপাঝাপি দেখেনি,দেখেনি এখনো
হয়তোবা চায়না তারা এই বিলোল বাতাস !
-
তাই বলে আবদ্ধ নেই কেউ প্রতিকুল নাগপাশে
বিপাকে ও ব্যাতুলতায়
এরাও আগাছা উপরে ফেলে,যুদ্ধের মহড়া দেখায়
অনিচ্ছায় লুফে নেয় স্বর্ণালী পাঁপড়ির থোকা
মাঝে মাঝে এরাও দেখে নিশ্চিত মিথ্যার মতো
অলীক খোয়াব।
১৩.০৪.১৯৭৪
কোর্টপাড়া, কুষ্টিয়া।