সবার দৃষ্টি এখন ঘোরাফেরা করে তোমাকে ঘিরে
-
কাব্য প্রেমিরা তোমাকে কাছে টানবে ফুলের তোড়ায় 
গ্রুপ থিয়েটারের দল তোমাকে আশ্বাস দেবে
পঞ্চনারীদের একজন হবে তুমি
সাংস্কৃতিক দল তোমাকে সর্বধনা দেবে, ক্রেস্ট দেবে
এমনকি ফুলের মালা দেবে দর্শকে ভরা প্রেক্ষাগৃহে
সাংস্কৃতিক দল তোমাকে বিদেশে যাওয়ার প্রলোভন দেখাবে
বিজ্ঞাপন সংস্থা তোমাকে পরিচয় করিয়ে দেবে
শাঁসালো মক্কেলের সাথে
ফ্যাশন শো হলে,র‍্যম্প নৃত্যে তুমি হবে স্বল্পবসনা মক্ষিরাণী
বিলাসবহুল জীবন তোমাকে হাতছানি দেবে
তোমাকে নষ্ট করার জন্য বসে আছে তাবৎ মানুষ
পুলিশ বসে আছে বাঁধবে তোমাকে আইনের ফাঁদে
-
সব শেষে সত্য গোপন হবে দেখবে সময়ের ফেরে নটি বনে গেছো
সুসজ্জিত কার্পেটে মুড়িয়ে ঢেকে দেবে তখন তোমার গোপন কান্না !!

২৮.০৭.২০২২
বসুন্ধরা,ঢাকা