"ও মাই ডিয়ার কিং গিব মি ওয়ান পয়সা"
এই কথা বলে
কুষ্টিয়ার পথে পথে  ঘুরতো এক ইংরেজ সাহেব
আট আনা পয়সা দিয়েছিলাম তাকে একদিন
পুকুরের ঘাটে বসে গল্পের ছলে
দু'হাত তুলে বলেছিল, "ও গড সেভ মাই কিং"

দশ রুপির নোটটা দিয়েছিলাম দিল্লিতে এক বংশীবাদককে --
বলেছিল,
ভগবান আপকো হামেশা খুশ রাখে

কুড়ি টাকার একটা নোট দিয়েছিলাম ঢাকায়
এক ন্যাংড়া
বুড়ি ভিখারিকে--
কাঁপা কাঁপা গলায় বলেছিল,
আল্লাহ তুঝে হেফাজত করেগা
আল্লাহ তুঝে সালামত রাখেগা

তারপর থেকে সুরক্ষিত আছি
রক্ষাকর্তা আমি পেয়ে গেছি।

২০.০২.২০২৪
বসুন্ধরা ঢাকা।