[শেখ হাসিনা 'কে ৭৬ তম জন্ম দিনে]
তোমাকে সেদিন কাছে থেকে দেখলাম –
আমার সন্তান তোমার হাত থেকে পুরস্কার নিচ্ছে।
রানার্স আপ হয়েছে অমিত,
শেখ রাসেলের স্মরণে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায়,
চীন মৈত্রী সন্মেলন কেন্দ্র তখন লোকে লোকারণ্য –
পিন পতন নিস্তব্ধতার মধ্যেও
কি সাবলীল হাস্যজ্বল মুখে কথা বললে তুমি,
ওর হাতে তুলে দিলে ক্রেস্ট –
-
এভাবেই তুমি সমগ্র জীবন ধরে পুরস্কৃত করেছ
দেশের জনগণকে বিবিধ উপায়ে –
কখনো ফ্লাই ওভার,
কখনো মেট্রোরেল,
কখনো পদ্মা সেতু –
তোমার জন্ম দিন ফিরে ফিরে আসুক বারবার
পুরস্কারে ভরিয়ে দাও তুমি,
সম্পূর্ণ বাংলাদেশ।
১৩.০৩.২০২২
বসুন্ধরা,ঢাকা।