নানান রকম প্রতিক্রিয়া হতে পারে ---
-
বাড়ি ফিরে এসে কেউ যদি দেখে
স্ত্রী বে-আব্রু সময়ের মুখোমুখি
পরপুরুষে আসক্ত,
প্রণয়ের বাহুডোরে
গড়েছে নতুন ভুবন চৌকাঠ পেরিয়ে
মগ্ন উচ্ছ্বল হাসির ফোয়ারার স্রোতে!
-
কি করবে সে---
কি প্রতিক্রিয়া হবে তার
প্রচন্ড চিৎকার,
চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে,
গালমন্দ করবে অকথ্য ভাষায়,
খানকি মাগী,
শুয়োরের বাচ্চা
বলে দু ঘা লাগাবে !
দ্বন্দ যুদ্ধ হারিকুরি
আদিম মানুষের মতো।
হিংস্র বাঘের থাবায়
চেপে ধরবে টুঁটি
রক্তারক্তি করে পৌঁছোবে শেষ অঙ্কে
সাজাবে অন্তিম বাসর !
-
না কিছুই হয়নি বলে
উষ্ণ প্রস্রবণে গা ভাসাবে
বসবে চায়ের টেবিলে,
পরের দিন আয়োজন করবে
নতুন নতুন জমকালো কর্মসূচী ----
সিনেপ্লেক্সে বসে পপকর্ন খাবে
বেড়াতে যাবে বই মেলায়
বসবে পার্কে প্রকৃতির কাছাকাছি
গাছের ছায়ায়, মাটির ভাঁড়ে চা,
মুখরোচক গল্প হবে
তৃপ্তির ঢেকুর তুলে --
বুকিং দেবে পাহাড়ি কটেজে
ঘুরবে জঙ্গল পাহাড়
তারপর ঠেলে দেবে খাদে
ইতি টেনে দেবে যাবতীয় দৃশ্যপট !
-
নাকি কলিম শরাফির মতো
দাউদের হাতে তুলে দেবে,
বিয়ের কাবিনে সাক্ষী হবে,
আদুরে গলায় বলবে
ভালো থেকো,
যাও ---
এখন অন্তত সুখে স্বস্তিতে সংসার করো,
ভালো লাগার,
ভালোবাসার মানুষের সাথে প্রাণখুলে !
০৬/০২/২০২১,
কুঞ্জবন,ঢাকা।