কি ভিষণ বিশ্বস্ত প্রতারক দুজনেই
অবয়বে সৌখিন দুঃখের অঞ্জন আঁকা
ফাটা জোছনার গায়ে অসুস্থতার প্রলেপ
তরুন গবেষক খোঁজে বিরহের জটিলতা।

১০.০৮.১৯৭৬
কোর্টপাড়া,কুষ্টিয়া।