গতকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল
আমার কোন প্রস্তুতি ছিল না
না কোন ছাতা, না বর্ষাতি
বৃষ্টিতে ভিজতে হলো
কয়েক মুহুর্ত বৃক্ষ মানব হয়ে শ্বাস নিলাম
-
প্রকৃতি শান্ত স্নিগ্ধ,পায়ের তলায় জলকেলি করে মিন
-
মা দাঁড়িয়ে থাকেন জানালা ধরে
কখন ফিরবো, হাতে ধরা থাকে গামছা
উনুনে ফোটে গরম জল
নিউমোনিয়ায় আক্রান্ত সন্তান চলে গেছে
মায়েরা বিবিধ প্রস্তুতি নেন আশঙ্কায়।
১৩.০৬.২০২২
তেজকুনি পাড়া, ঢাকা।