মুখের বুলি কেড়ে নেবে বলে ছিল কত আয়োজন
ঐতিহ্য নিশ্চিহ্ন করতে ছিল তোমার সহস্র কুটনীতি
জেল জুলুমের ভয়,টিয়ার গ্যাস,পুলিশের ডলা,
মানুষ খুন কিছুই রাখনি বাকী,রঞ্জিত করেছ রাজপথ,
পিঠমোড়া করে ফেলছো ভাগারে,কেটে নিয়েছো জিহ্বা !!
-
সময়ের হাত ধরে এখন আমাদের বুলি-ভাষা পৌঁছে গেছে বিশ্ব সভায়, সবাই নিমগ্ন চর্চায় , তুমিও তাদের পিছু পিছু
অনুসরণ করছো হুবহু, রীতি মাফিক  !!
-
সবাই গাইছে সমস্বরে, " আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে  ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি....."
-
আমাদের ভাষা আজ ঠিক পৌঁছে গেছে বিশ্ব দরবারে,সম্মানিত হয়েছে আন্তজার্তিক মাতৃভাষায় !!

০৭.০২.২০২৩
বসুন্ধরা, ঢাকা।