তুমি কি সঠিক জানো ---
যে দিক নির্দেশনা তোমার সামনে
যে পথ বেছে নিয়েছ নিশ্চিন্তে
শতভাগ নিচ্ছিদ্র ভেবে
সেটা ভুল না ঠিক
ঠিক হলে তোমার বিশাল প্রাপ্তি
সাফল্য সম্মান
ফুলেল সম্বর্ধনা গোটা দেশ জুড়ে।
-
ভুল হলে দগ্ধ হবে
অনুশোচনা হবে
যন্ত্রনায় কুঁকড়ে যাবে
নিক্ষেপিত হবে অন্ধ কুপে
রূদ্ধ দুয়ার--
পিছু হটবার কোন পথ,
পিছু ফিরবার কোন পথ,
কোথাও কিন্তু খোলা নেই
কারো জানা নেই সেই পথ !
-
সামনেই এগুতে হবে ঠেলে ঠুলে !
১৩/১২/২০২০
কোর্টপাড়া,কুষ্টিয়া।