ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান দেখা ভাগ্যে হয়নি আমার
নাবিকের ভূমিকায় অবতীর্ণ ছিলাম না কখনো,তাই
আলেক্সান্দ্রিয়ার বাতিঘরের খোঁজ পরেনি কখনো ---
-
খ্রীস্টপূর্ব ৫৫০ অব্দে গ্রিকদের নির্মিত আর্টেমিসের মন্দিরে
ঢোকার ইচ্ছে জাগেনি কখনো
অলিম্পিয়ার গ্রিক দেবতা জিউসের মূর্তি আমি দেখিনি
আইফেল টাওয়ার, নায়েগ্রা জলপ্রপাত আমাকে টানে না মোটেও
-
শাজাহান মমতাজের স্মৃতিসৌধ তাজমহল আমি দেখেছি
রবীন্দ্রনাথের স্পর্শ ধন্য শান্তি নিকেতন আমি দেখেছি
আমি দেখেছি শেখ হাসিনার মুষ্টিবদ্ধ হাত, দৃঢ অঙ্গীকার
আমি দেখছি নদী শাসন, বিবিধ কৌশলে গড়ে ওঠা সেতু
-
আমি দেখেছি পদ্মা সেতু,আমাদের নিজের টাকায় গড়া,
আমাদের অহংকার, বিশ্বে আমাদের আত্ম মর্য্যদার সেতু
-
পদ্মা সেতু,পদ্মা সেতু,পদ্মা সেতু আমাদের অর্জন !!

২৫.০৬.২০২২
সরকার রেসিডেন্স
ঢাকা - ১২১৫