শোন তুমি যেওনা এখন
পাহাড় এলাতে পারে বিকট শরীর
যে কোন মুহূর্তে গড়াতে পারে বরফের ঢিপি
পাঁচিল ডিঙ্গানো দস্তুর মতো বিড়ালের কাজ
-
তুমি আজকাল বড্ড মুন্সিয়ানা দেখাও সব তাতে
অনেকে আপত্তির ডালা সাজায় তুমি তার রাখোনা হদিস
আবার কি দারুণ চুপসে যায় তোমার সন্মোহনী হাসি দেখলেই, লুকায় ছুরি বদ্ধ হাত আস্তিনের নীচে
কেমন মোহতে জড়ায় অবলার মতো
-
তোমার দুর্নিবার সম্ভাষন এড়াতে পারে না কেউ
বয়সের ভাঁজে বৃদ্ধ হয়েছে তবু্ও মহাদেব পারেনি
পাঁচিল ডিঙাতে !
হুড়োহুড়ি করে ক্ষত বিক্ষত করেছে প্রিয়তম স্থান
হয়ে গেছে একান্ন পিঠ,তুমি তার রাখো না হদিস
ইদানিং ব্যস্ত বাগিশের দম্ভে বিছানা মাড়াও
কণ্ঠে তোল চটকদার সুর --
-
শোন তুমি যেওনা এখন
পাহাড় এলাতে পারে বিরাট শরীর
যে কোন মুহূর্তে গড়াতে পারে বরফের ঢিপি
পাঁচিল ডিঙ্গানো দস্তুর মতো রাজকীয় কাজ।

১২.০৬.১৯৭৬
কোর্টপাড়া,কুষ্টিয়া।