বিধান চন্দ্র রায়

অসময়ে মসজিদের মাইকটা বেজে উঠলেই ভিতরটা আঁতকে ওঠে,কাঁপতে থাকে পুরো শরীর তির তির
কান খাড়া হ'য়ে যায়,পশম দাঁড়িয়ে যায় আপনা থেকেই
হাহাকার করে শব্দহীন হয়ে যায় প্রতিটি প্রহর।
-
এই বুঝি ঘোষিত হবে কোন দুঃসংবাদ
বাতাসে ভেসে আসবে বিপদের ঝড়,বিদায় ধ্বনি 
প্রিয় এলাকাবাসী রহমান সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন,
বাদ মাগরিব খেলাঘর মাঠে নামাজে জানাজা।
-
একবার দুইবার তিনবার তারপর শুনশান নিস্তব্দতা।


১৫/১১/২০২০
তেজকুনিপাড়া,ঢাকা।