অবশেষে শরীর ছাই হয়ে মিশে গেছে আবার মাটিতে
শোকে সন্তাপে অবসন্ন মায়ামুক্ত চিত্ত তখন --
-
জীবন্ত মানুষগুলো যাবতীয় হুঙ্কারে অস্ত্রে শান দেয়
চলে বহিষ্কার, পাল্টা বহিষ্কার দলবাজি খুনখারাবি
পাঁয়তারা চলে সঙ্গে ছক কষে আবার একটি কুরুযুদ্ধের
-
আদৌ কি থামবে মহামারী, অতিবৃষ্টি, নদীর ভাঙন
যুদ্ধ বিগ্রহ ইত্যাদি যাবতীয় আয়োজন !?
-
টুপ করে খসে পড়ে চাঁদ,বাকী একখন্ড ঝুলে থাকে আকাশের গায়ে  ---
-
নির্ঘুম মানুষেরা অসহায়, বোবা চোখে চেয়ে থাকে শুধু!

০৩ ০৯.১৯৮০
মতিঝিল, ডাকা