প্রাণ থাকলেই ভিক্ষা তোমায় তোমায় করতে হবে
থালা হাতে দাঁড়াতে হবে
পথে পথে ঘুরতে হবে
-
মৃত্যু মানেই যাত্রা শুরু নোতুন পথে
ফুলে ফুলে ফুল সজ্জা নোতুন করে।

০৪.০৬.১৯৭৪
কোর্টপাড়া,কুষ্টিয়া।