আপনার স্বচ্ছলতা আছে ---
আপনি লোক নিয়োগ করতেই পারেন,
গাড়ি চালানোর জন্য পোশাকি ড্রাইভার,
রান্নার জন্য রাঁধুনি, উর্দি পড়া কুক,
বাজার করার জন্য বাউন্ডুলে সরকার,
বাড়ি ভর্তি নোকর চাকর, খেদমোদগার
সিংহ দুয়ারে র‍্যাব মার্কা কেয়ারটেকার,
বাড়ি ঘিরে, পরিবার ঘিরে,নিজেকে ঘিরে
জেডমার্কা সুরক্ষা বলয় তৈরি করতে পারেন,
নিজস্ব লোক রাখতেই পারেন !
-
সম্পদের পিছনে ছুটেছেন সারা জীবন--
হক বঞ্চিত করেছেন শরীকানা সম্পত্তি,
নিয়েছেন অফেরতযোগ্য ব্যাংক লোন !
ছলে বলে কব্জা করেছেন জমিজমা,
মানুষের পরিত্যক্ত বাড়ি ঘর সবকিছু।
-
অর্জিত অর্থে, আপনার স্বপক্ষে থানা,
হ্যান্ডকাপ, প্রশাসন, বিচারকের রায়।
কোনদিন প্রার্থনাগৃহে দু-হাত ওঠেনি
আপনার, দান খয়রাতের তো প্রশ্নই আসে না,
করো জোড়ে মিনতি করেননি কখনো !
-
এখন ভয়ানক অসুস্থ আপনি---
অজস্র ব্যথা, কষ্ট, যন্ত্রণা, সমগ্র শরীর জুড়ে
আপনার নিরাময়ের জন্য নিয়োগ দিন,
বিজ্ঞাপণ দিন জনপ্রিয় দৈনিক কাগজে,
লোক নিয়োগ দিন গুটিকয়েক,
প্রয়োজনে টেন্ডার দিন গণমাধ্যমে
নিয়োগ দিন যোগ্য ঠিকাদার
তারা বহন করবে আপনার যাবতীয় দায়ভার !
-
আপনার ব্যথা-বেদনা-কষ্ট-যন্ত্রনা
এমন কি আপনার মৃত্যুদূতকে রুখে দিন,
মৃত্যুকে করায়ত্ত করুন আপনার অফুরন্ত
সম্পদের বিনিময়ে, নিয়োগ দিন
প্রতিরক্ষা বেষ্টনি তৈরি করে নিন যথাযথ !!

ধানমন্ডি, ঢাকা।
০৭/১২/২০২০