একদল শিকারী জেগে আছে নিশুতি রাতেও
একদল সৈনিক জেগে থাকে দেড় ইঞ্চি গুলির
কার্তুজ মাজায় জড়িয়ে ---
রোগীর শিয়রে জেগে থাকে শান্তির ছোঁয়া হাতে
সেবিকার দল---
আরোও কেউ কেউ জেগে থাকে উষ্ণতার স্মৃতি বুকে
কেউ নিরিবিলি আবাদ বর্গা করে যায় নিজের গৃহ
পাহাড় বন্ধু সজীব সকাল।
-
আরও অনেকেই জেগে থাকে মাথায় হেড ফোন নিয়ে
ফেরিঘাট জেগে থাকে,
জেগে থাকে হল্লায় উৎসবে
মেতে থাকে গনিকা সাম্রাজ্যের সিংহ দরজা!
-
এই নিশুতি রাতে শিকারী,সৈনিক ফেরিঘাট সবাই
নির্দ্ধিধায় হাঁটু গেড়ে বসে
প্রার্থনায় সন্মিলিত স্বরে মঙ্গল গান গায়
স্বদেশ মাটির ।

১৯৮৩
কুষ্টিয়া