নিষেধাজ্ঞা আছে
তারপরও বন্ধ নেই পরিযায়ী পাখি
শিকার,
বিক্রি,
রান্না,
আয়েশ করে চালের রুটি দিয়ে খাওয়া।
-
আইন আছে,
বিচারপতি আছে,
সমাজপতি আছে,
অনুশাসন আছে,
প্রশাসন আছে।
-
তারপরও
ব্যাধেরা ফাঁদ পাতে,
ধর্ষকেরা ওঁৎ পাতে।
তালিকা দীর্ঘ হয় নীল বেদনায় যাতনায়।
নীহারবানু,
তনু,
আনুসকা...
-
নিষেধাজ্ঞা আরোপ রীতি আছে,
হুঁশিয়ার,
রাষ্ট্রের আইন আছে,
তার
কঠোর প্রয়োগ আছে !!
০৯/০১/২০২১
তেজকুনিপাড়া,ঢাকা।