সুভাষ আমাদের আদর্শ ছিল
তাঁর নেতৃত্বের প্রতি অবিচল আস্হা ছিল
প্রত্যক্ষদর্শী বয়োজ্যেষ্ঠদের কাছে সেই সব বিরত্বগাঁথা শুনতে শুনতে
তখন সুভাষ এক বিশাল নেতা,আমার কাছে রীতিমতো আইকন
-
দেশ বিভাগের পর সবখানে রূক্ষতা,কদর্জ কাঁটাতারের বেড়া
এদেশের প্রতিটি ঘরের দেওয়াল থেকে নেমে গেল
ফোজি পোশাক পড়া সুভাষের ত্যাজ দীপ্ত ছবি
ইতিহাসে, সংস্কৃতিতে,ধর্মে,ভূগোলের বইয়ের পাতায়
ছাপার অক্ষরে শব্দ গুলো পরিবর্তিত হলো
লেখা হলো নতুন ইতিহাস, মুছে গেল
আজাদ হিন্দ ফৌজের অভিন্ন চেতনার দীপ্তিময় দিন
-
মহাকালের দাপটে কিছুই থাকেনা
সব ইতিহাস ঐতিহ্য লুপ্ত হয়ে যায়
জীবনের বসন্ত বাহার বিলীন হয় অতলে
-
সুভাষ এখন এক পাথর মানুষ,পার্কে কিংবা চৌরাস্তার মোড়ে
তবুও ইতিহাস ঘুরে ঘুরে আসে
পুকুরের জলে ভেসে ওঠে বলিষ্ঠ মানুষের কায়া
-
দাবায়ে কি রাখা যায় বলিষ্ঠ মানুষের কণ্ঠ
দাবায়ে কি রাখা যায় তাঁকে নতজানু করে
দাবায়ে কি রাখা যায় তাঁর নির্দেশনামা।
তেজকুনি পাড়া, ঢাকা।
০৩.০৯.২০১৭