নিতান্তই মূল্যহীন হবে তুমি,যতই করো সমাজ সংসারে
একদিন তোমার প্রয়োজন ফুরবে ঠিক –
একদিন তোমার রাস্তাটাও মরুভূমি হয়ে যাবে,
পায়ের তলা থেকে ধ্বসে যাবে মাটি একটু একটু করে।
-
তখন
সূর্যকে অস্বীকার করতে নামবে তুমি উষ্ণ বালির গাদায়,
নিজেকে অভিশাপ দেবে,নিজের ভুলগুলো আওড়াবে,
অসহায় জীবনের পাঁচালি আওড়াবে নতজানু হয়ে
মুখ লুকাবে খড়ের গাদায়,খুঁজে নেবে গুমটি ঘর।
-
প্রচলিত কোন কিছুর বাইরে পা দিলেই
বিতর্ক অনিবার্য হয়ে ওঠে, পরিবার বিপক্ষে যায়
যুদ্ধবাজ মানুষেরা জড়ো হয় নিমেষে,
আর কলঙ্ক হলো বৈশাখী ঝড়ের মতো
একবার উঠলে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে 
জগৎ সংসারে,স্বপক্ষে থাকে না কেউ।
-
ওঝার মরণ, সাপের হাতেই নিশ্চিত হয়ে যায় ---
বইয়ের মলাট পড়েই আজকাল পন্ডিত হয় কেউ কেউ দারুণ দাপটে তারা জুড়ে আছে প্রতিটি স্তরে।
-
বোদ্ধারা শুধু বসে থাকে জগদ্দল পাথরের মতো!

১২/১২/২০২০
কোর্টপাড়া,কুষ্টিয়া।