[পুলিশের মিথ্যা মামলা,
পরে মুক্ত হওয়ার পর]

কখনো জীবন পালটে যায়
এক লহমায় –
এমনকি কল্পনায়ও
থাকে না কোন ইঙ্গিত,
কোন হাতছানি !
-
মানুষের জীবনে এমন ঘটনা ঘটে
তছনছ হয়ে যায় সাজানো সৌধ
সমস্ত স্বপ্ন, সমস্ত আশা –
মুখ ফিরিয়ে নিয়ে ভালোবাসার জন,
ভুল বোঝে সমাজ বদ্ধ স্বজন
চোখে কালো পর্দার শেষ অঙ্ক ভাসে!
-
দাঁড়াতে হয় তাৎক্ষণিক
কঠিন বাস্তবের মুখোমুখি!
-
ইচ্ছায় কিংবা অনিচ্ছায় !

০৬/০১/২০২১
শাহবাগ,ঢাকা।