ধারণা বদ্ধমৃল হয়ে গেঁথে আছে মনে, গুচ্ছ স্নায়ু টানটান
-
আমি মারা গেলে বিরাট শোক মিছিল হবে
কাতারে কাতারে লোক দাঁড়াবে অন্তষ্টিক্রিয়ায়
লোকে লোকারণ্য হয়ে বুক ভাসাবে চোখের জলে
-
শিক্ষকদের ধারণা আর কেউ না হোক অন্তত আসবে ছাত্র
ছাত্রীর দল
মিলের মালিক ভাবে ছুটে আসবে পিঁপড়ের সারির মতো
কারখানার শ্রমিকেরা
রাজনৈতিক নেতাদের দৃঢ় আস্হা আসবে দলের ক্যাডার
ছুটে আসবে ফৌজি গতিতে
দানছত্র খুলে কাপড় বিলিয়েছিল যারা তারাও ভাবে
হা পিত্যেস করবে সেই সব সুবিধাভোগিরা
চোখ ভাসাবে বানভাসি মানুষের মতো
কবি সাহিত্যিকরা পালন করবে শোক সমাবেশ
তোমার সহধর্মিণী সন্তানেরা বন্ধ করে দেবে নাওয়া খাওয়া
-
তে রাত্রি পাড় হওয়ার আগেই ঘুরে যায় জীবনের চাকা
অতীত ফেলে এগিয়ে যাবে সবাই বিদ্যুৎ গতিতে ।
০৩.০৮.২০২২
বসুন্ধরা, ঢাকা।