-
গুমোট হয়ে আছে পরিস্থিতি,অন্ধকার তুলো পাঁজা মেঘ
ঘন কালো আকাশটা, যে কোন মুহূর্তে ঝরবে ঝমঝম  !
মেঘ তুই ঝরে পড় না না তুই চলে যা
মেঘ তুই চলে যা, অন্য কোন দেশে চলে যা
এখানে ঝরবার দরকার নেই,
এখানে জল নিষ্কাশনের কোন বন্দোবস্ত নেই,
অল্প বৃষ্টিতেই সমাজ সভ্যতা আব্রু খাল-বিল রাস্তাঘাট
সব একাকার হয়ে যায় ; এখন তোকে শাব্বা খায়ের !
-
তুই চলে যা, আমার বার্তা পৌঁছে দে দেশ থেকে দেশান্তরে
শান্তির বার্তা, মানুষকে মানুষ চিনবে মানুষ হিসেবে
যেমন একজন পশু চেনে অন্য পশুকে,পাখি চেনে পাখি
যেখানে ধর্মের কোন আস্ফালন নেই, রেষারেষি নেই
যেখানে কোন আহমদিয়া নেই, বাহাই নেই, শিয়া নেই
মহাজের-রিফিউজি,বাঙাল-ঘটি বলে কোন ভ্রুকুটি নেই,
জঙ্গী সাজানো নাটকের মহরা হয় না,
কোনো জঙ্গী তৎপরতা নেই,শুধু শান্তিময় সহ অবস্থান।
-
তুই আবার ফিরে আসিস চৈত্র দিনে,খর বৈশাখে
যখন সবাই বুক ফাটিয়ে হাহাকার করবে,
হাজরা তলায় গ্রামের মা-বোনেদের জমায়েত হবে,
হারমনিয়াম-খোল-করতাল-বাঁশির সুরে বসবে ছাপান্ন প্রহর সংকীর্তনের আসর, হবে মহোৎসব
বয়োজ্যেষ্ঠরা শিন্নী চড়াবে ভক্তি ভরে পিরের দরগায়,
প্রার্থনা ঘর ভরে যাবে একনিষ্ঠ ভক্তের দল
জায়নামাজে বসে বুক ফাটিয়ে হাহাকার করবে,
গালিচা বিছিয়ে পড়বে এসতেস্কার নামাজ,
কান্না জড়িত কাতর স্বরে বুক চাপরাবে
"আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই"।
-
তখন তুই আসিস একবার,
খাসকামড়ায় বসবে জমজমাট গানের জলসা,
তানসেনের মেঘমল্লার রাগ চৌদিকে ছড়াবে আমেজ,
তোর আগমনে নবান্নের ভিত্তি হবে আবার
ফসলে ফসলে ভরে উঠবে মাঠের পর মাঠ,
আইল ধরে হেঁটে যাবে গর্বিত কৃষক মানব
সোনালী ধানের বাইল নাচবে, মাথা দোলাবে
হাওয়ায় হাওয়ায়।
-
১৪/০৯/২০২০
উত্তরা,ঢাকা