হাঁটি, দৌড়াই লুটোপুটি খাই তোমার কোলে
বৃষ্টির জলে থৈথৈ,মাটিতে মাখামাখি
মায়ের কোল ছেড়ে তোমার কোলে কাঁকে
বর্ষায় সোঁদা সোঁদা মাটির মাতানো ঘ্রাণ
নদীতে খড়স্রোত,গতি বদলায়, পাড় ভাঙে
বারবার বদলে যায় বসবাস
ঘর বসতির হাল হকিকত
পাড়া পড়শী আত্মজ জন

শীতের কুয়াশায় বদলে যায় মাটির ঘ্রাণ
মাটিতে বাড়ন্ত ফসলে আহা, নবান্ন উৎসব
সম্ভ্রমে নতজানু হই বারংবার
জন্মভূমির মাটি ছুঁয়ে থাকা,শান্তি অপরিসীম

অবশেষে একমুঠো মাটির জন্য মুখিয়ে থাকা
মিশে যাই একাকার মাটির অতলে
পরিপাটি মাটির শয্যায় !

০৫/১২/২০২৩
লক্ষী কুটির কোর্টপাড়া
কুষ্টিয়া