প্রেম এক ধরনের নেশা বুঁদ করে রাখে অহর্নিশ
হুশ জ্ঞান থাকেনা প্রদাহ,আফিং আমেজে চুরচুর
তুমিও স্পষ্ট বাদীতায় ছুঁয়ে দেখ আকাশ পাতাল
সারা বেলা
-
মিথ্যা না বলার একনিষ্ঠতা দেখিয়ে আমাকে করেছ মুগ্ধ  মাতাল,অবোধ শিশুর মতোন, ফোমের বিছানায়
একটু একটু প্রেম স্পর্শের আলোকচ্ছটায়
আঁকিবুঁকি করে,করে রেখেছো মুগ্ধ মাতাল পুরোপুরি।

২৩.০৩.১৯৭৭
কোর্টপাড়া,কুষ্টিয়া।