জানিতো ব্যাংকের লকার ভাড়া পাওয়া যায়---
মূল্যবান ধাতু, স্বর্ণা-লংঙ্কার, দলিল দস্তাবেজ,
যাবতীয় গোপন নকশা, চুপিচুপি রেখে দেওয়া যায়,
লকারে মূল্যবান দ্রবাদি নিশ্চিন্তে রাখা যায়
এমনি বিশ্বাস মানুষের, কর্তৃপক্ষ আশ্বাস দেয় !
ইদানিং আরও নতুন নতুন লকারের সন্ধান মিলছে
সেখানে রক্ত-বীর্য্য জমা রাখা যায়, চক্ষু জমা রাখা,
হৃৎপিন্ড, ফুসফুস জমা রাখা যায় নিশ্চিন্তে!
দাহের ছাই, তাও জামা রাখা যায় লকারে।
আমি একটা লকার খুঁজছি,যেখানে
আমার শিল্প কর্ম জমা দিতে চাই,
আমি আমার বিবেক জমা রাখতে চাই,
আমার কৃতজ্ঞতা বোধ জমা রাখতে চাই,
ঘুষ দুর্নীতি করে উপার্জিত টাকা,
হারাম-হালাল, যাবতীয় দ্বন্দ্ব জমা দিতে চাই,
ধর্ষণ বন্ধে, আমার লিঙ্গ জমা দিতে চাই,
আমি সবার যাবতীয় ধর্ম জমা রাখতে চাই--
কোথায় এ লকার পাবো, বলতে পারেন
করো সন্ধানে আছে? থাকলে জানাবেন !?
আমি মানুষ হতে চাই,
আদ্যোপান্ত মানুষ হতে চাই।
জগৎ জুড়ে মানুষের মধ্যে
মানুষ হয়ে থাকতে চাই !!
১১/১২/২০২০
তেজকুনি পাড়া, ঢাকা।