কাছের মানুষকে যখন
কেউ ত্যাগ করে,
সাপের খোলসের মতো
পরিত্যাগ করে --
ত্যাজ্য বলে ঘোষণা দেয় !
-
তখন তার কোন স্মৃতি,
স্মৃতিময় উপহার,
এমনকি জন্ম বৃত্তান্ত
কিছু অবশিষ্ট থাকে না
ধোঁয়াটে কুয়াশায় ঢেকে যায়,
মারমুখী ভঙ্গিতে স্বশব্দে
বন্ধ হয় দরোজা কপাট !
-
ত্যাজ্য হয়, পুতুল বিয়ের
জমকালো পোশাক
শখের পুতুল, শিশু বেলা, কৈশোর
পরিত্যক্ত হয় বসন ভূষণ
যাবতীয় তথ্যাদি।
-
তারপরও --
কালে ভদ্রে অকস্মাৎ
ঝড়ের গতিতে
ফিরে ফিরে আসে
বেলি ফুলের ঘ্রাণ
কোকিলের কুহু তান
আনন্দময় সঙ্গ,
কিছু কিছু গল্প কথা !!
২৭/০১/২০২১,
তেজকুনিপাড়া,ঢাকা।