দুর্দান্ত পনা আমরাও শিখেছি যথারীতি
হাতছাফাই রপ্ত হয়েছে ক্রমে
প্রতি পলে দন্ডে বড়ই অমিতব্যয়ী ইচ্ছেরা ডানা মেলে
-
অসভ্য অনার্য যুবতী হাঁটু গেড়ে বসে
সাগরের বেলাভূমিতে আড়ষ্টতা ভেঙ্গে ফেলে
শরীর ভেজায় নোনা জলে
সময়ের সঙ্গে ম্লান হয়ে আসে উচ্ছলতা
যতই থাকুক নৈপুণ্যে, দাপুটে অঙ্গ সঞ্চলনা
-
তোমাকেও একদিন চেতনাহীন অদৃশ্য নগরীর
বাসিন্দা হতে হবে ঠিক !
১৯.০৬.১৯৭৬
কোর্টপাড়া,কুষ্টিয়া।