আমার পূর্ব পুরুষের অনেক নেশা ছিল রক্ত মজ্জায়
-
কলকাতা থেকে সরবরাহ হতো কারনবারীর অফুরন্ত
চালান
কারো কারো ছিল কুস্তির আখড়া সেখানে চলতো ব্যায়ামের মহড়া
কারো কারো ছিল নিজস্ব হারেম
আফিং চরস গাঁজা সিদ্ধি পেস্তা বাদামের শরবতের ছিল দেদার যোগান
কেউ কেউ আলবোলায় স্বাদ নিতো সুগন্ধি অম্বুরি তামাক
জলসা ঘরে প্রতিটি সন্ধ্যা সরগরম হতো লাক্ষ্মৌ কন্যাদের
ঝুমুরের ঝংকারে
-
কেউ কেউ আরবীয় ঘোড়া আর চাবুক নিয়ে ছুটতো চৌদিকে ধূলো উড়িয়ে গ্রামে মহল্লায়
ছোঁ মেরে তুলে আনতো পুকুর বা নদীর ঘাটলা থেকে
অচেনা যুবতী এবং গৃহবধূ
হাঁটু মুড়ে তারা তামিল করতো বিভিন্ন আবদার অবলীলায়
-
সেসব দিনের বাস্প রুদ্ধ খেসারত গুনছি আমরা এখন প্রতিটি দন্ড পলে !
০৫.০৮.২০২২
বসুন্ধরা, ঢাকা