স্বৈরাচার নিপাত যাক বলে তারাও নেমেছিল
আল্লাহু আকবর নারায়ে তকবির ধ্বনি তুলে
তারাও উতপ্ত করেছিল ঢাকার মিরপুর রোড,
শাহবাগ ব্লক করে হাতে তুলে নিয়েছিল লাঠি
কাওরানবাজারের ব্যাপারি করিম, গরুর দালাল সোলায়মান, মাছের কারবারি কবির,সবজি ওয়ালা রফিক ভেবেছিল নিস্কৃতি মিলবে এবার অসহিষ্ণু
তোলাবাজি - চাঁদাবাজি থেকে
দিনমজুর কোরবান ভেবেছিল কমবে চালের দর,
তেল,আলু, পিঁয়াজ, লবন সবজির দর
আর বাড়বে তার প্রতিদিনের হাজিরার টাকা
শ্রমিকেরা নেমেছিল পথে দল বেঁধে
ভারতে ইলিশ যাওয়া বন্ধ হলে ক্রয় ক্ষমতার মধ্যে
থাকবে কাঙ্খিত রুপালি ইলিশের দাম
ভারতে গ্যাস যাওয়া বন্ধ হলে লাইনে বাড়বে ফ্লো
ভারতের ছাব্বিস লক্ষ চাকুরীজীবিকে কর্মচ্যুত করলে
চাকরি মিলবে বেকার যুবকদের, অন্ন সংসস্থান হবে
অজস্র বেকার শিক্ষিত তরুন দখল করেছিল রাজপথ
মেধাবীরা একত্রিত হয়েছিল কোটাকে সামনে রেখে
মিনহাজ সাহেব মিছিলে নেমে ছিলেন এই ভেবে
ভূমিদস্যুতা থেকে মিলবে মুক্তি, নিশ্চিন্ন হবে
ফিরে আসবে আবার দেশে পাচারকৃত সব টাকা
ধরা পরবে ব্যাংক থেকে শতকোটি আত্মসাত করা
কুতুবের দল --
ক্যানাডার বেগম পাড়া থেকে ফিরবে অঢেল সম্পদ
নতুন সরকার ভেঙে দেবে সব সিন্ডিকেট
সাগররুনি হত্যার বিচার চেয়ে, বিচার বিভাগের
দীর্ঘসূত্রিতার জেড় ধরে পথে নেমেছিল একদল
মিডিয়া কর্মী,ফটোগ্রাফার ও সাংবাদিক
প্রধান মন্ত্রীর পিয়নেরও আছে চারশো কোটি টাকা
এই কথা জানার পরে ঘর থেকে পথে নেমেছিল
কীর্তনীয়া রাধেশ্যাম দাস ও শ্যামলী দাসী
গান গেয়ে তার জড়ো করেছিল অন্তপুরে থাকা
গৃহবধূর দল জাতি ধর্ম নির্বিশেষে
ঘুষ দু্র্নীতি রুখে দিতে পথে নেমেছিল, বৈষম্য বিরোধী
ছাত্র জনতা এবং অন্যান্য জনগণ।
বসুন্ধরা, ঢাকা
১৩.০৯.২০২৪