ব্যালকনিতে দাঁড়িয়ে পাইপে তামাক ঠুসে
এরিনমুরের ঘ্রাণ নিতে নিতে দূরবীন চোখে
পর্যবেক্ষণ করো তুমি সুনীল আকাশ।
-
কোন বার্তা লেখা আছে আকাশের গায়ে, নক্ষত্র তারায় ?
এখনি পাঠোদ্ধার না করলে মুছে দেবে কেউ !
চোখে পড়ে দুঃখী কিশোরীর মতো এক ফালি চাঁদ
ব্যালকোনিতে দাঁড়িয়ে তুমি কি দেখতে পাও
গোটা শ্যামল বাংলার রূপ?
-
কালো আবলুস রঙের পুরু চশমার ফাঁকে কি দেখ তুমি
শাণিত হয়েছে হিংসা ক্ররতা, প্রতিহিংসার ঠিকুজি কুষ্ঠি
রাতের বেলা গভীর দীর্ঘশ্বাসে উঠে বসো তুমি
হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাঝ রাতে
তোমার চিন্তা চেতনায় ভর করে আকাশ পাতাল
-
কেন তুমি এতো ক্ষমা শীল হলে—
কেন বর্বর সৈনিকদের তুমি মুক্তি দিলে?
কেন সাধারণ ক্ষমা ঘোষণায় ওদের মুক্ত করে দিলে–
কেন মিত্র বাহিনীকে ফিরিয়ে দিলে এতো তাড়াতাড়ি !?
-
ওরা তো সুযোগ পেয়ে স্তব্ধ করে দিলো এক এক করে–
তোমার কণ্ঠ,
তোমার পদ ধ্বনি,
তোমার তর্জনির ঈশারা,
তোমার পরিবার–
সব  !!
-
আজও সারা দেশ জুড়ে তুমি আছো
কিন্তু এখন তুমি সুভাষের মতো এক পাথর মানুষ–


১৭.০৩.২০২১
তেজকুনি পাড়া, ঢাকা।