যা হয়নি,যা হবার নয় তা ভেবে কি লাভ ?
তা করে কি লাভ,তা চেয়ে কি লাভ !?
-
হৃদয় বৃত্তিতে অপরাধ বোধ বলে কিছু নেই।
ভিক্ষে করে নয় অর্জন করে পাবো
সেই আশাতে কত পথ পরিক্রমা
কত কর্মযজ্ঞ, কত ধরনের পেশায় যুক্ত হওয়া
রাজশাহী, ঢাকা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম,
কত পথ পরিভ্রমন।
-
প্রগতি বলে কিছু নেই এখন হাড়ে হাড়ে বুঝি,
সম্মিলিত প্রচেষ্টা নসাৎ হয় সহজেই,
পাতানো সম্পর্কে শিকড় হয় না, গজায় না
শতেক চেষ্টায়, হাজারো প্রচেষ্টায়
অনর্থক এক কাঁড়ি টাকা খরচ,
ভুল বোঝাবুঝি শুধু শুধু ।
-
সময় শরীর সব কিছু তো কঠিন নিয়ন্ত্রণে ছিল ---
গরাদ ভাঙা, পাহাড় ডিঙানো ছিল হাতের মুঠোয়
সামান্য ভুলের সুযোগে কত কি ঘটে
গোটা জীবনটা পাল্টে যায় !
-
অবশিষ্ট কিছুই থাকে না.....।

০৩/১২/২০২০
কাঁটাবন,ঢাকা