১
বৃষ্টি
চায়ের কাপ
চিড়ে ভাজার বাটি
বাইরে বৃষ্টি !
২
তুষ্ট
জমছে টাকা
তুষ্ট শনি ঠাকুর
সবাই খুশি !
৩
থালি
রেজালা রোষ্ট
কাবাব বিরানির
সাজানো থালা!
৪
পতন
সময় শেষ
মেড়েছো আওয়াজ
হবে পতন !
৫
মুদ্রা
নাচের তালে
রমনীর বিচিত্র
ভঙ্গীমা মুদ্রা