১
ছায়া
ছায়ার মতো
ছিলে আমার সাথে
হৃদয় মাঝে !
২
পাখি
নীল দিগন্তে
উড়ছে ঝাঁকে পাখি
গাইছে গান।
৩
মাঝি
মাঝিরা বোঝে,
কোন স্রোতে ভাসাবে
তার তরণী !
৪
সুর
সুর উঠেছে
তারে মাদল খোলে
পাখির ঝাঁকে।
৫
বিভক্তি
অজস্র স্মৃতি
ভারতের বিভক্তি
আজো কাঁদায় !