১
বৈভব
এভাবে কাটে
দিনমান বৈভবে
তুমি থাকলে।
২
একাকী
বৃষ্টিতে ভেজা
শান্ত শীতল রাত
একাকী কাটে !
৩
জীবন
জীবন বন্দী
আসা যাওয়ার ফাঁদে
জীবন শেষ !
৪
বিয়ে
বিয়ের পিঁড়ি
ছুঁয়েছে তিনবার
সাধ মেটেনা !
৫
দাম
জল ঝরেনি
ঝরছে রক্ত স্রোত
নাম বদলে।