১
দেশ
সবুজে লাল
পতাকা, মুক্তি যুদ্ধে
অর্জিত দেশ।
২
পতাকা
বাংলা দেশ
মুক্তি যুদ্ধের গল্প
লাল পতাকা।
৩
শ্রম
ফোসকা পড়ে
হাতে,নাড়তে গিয়ে
লোহার কড়া।
৪
সঙ্গী
গড়ের মাঠে
বেড়াতে যাবো আজ
সঙ্গী সাথী কৈ !
৫
কাঁদন
তোমার জন্য
শোক উচ্ছাস চলে
তিনটে দিন ।