১
বসন্ত
ফাগুন এলো
বসন্তে এলোমেলো
আসবে তুমি?
২
রাখবো
আবার তুমি
আমার কাছে এসো
বাঁধবো বুকে।
৩
বইমেলা
শীতের বেলা
আছি তোমার সাথে
বই মেলাতে।
৪
ডাক
ফোনটা রেখে
ঘরেতে ডাক দিলে
কোথায় তুমি।
৫
একলা
আমি তখন
একলা গৃহ কোণে
ভরসা তুমি।