১
নাচ
ঝুমুর বাজে
নাচের তালে গান
মুগ্ধ পরাণ।
২
ঢেউ
কালো চুলের
ঢেউ নদীর মতোন
খেলিয়ে যায়।
৩
ছায়া
ছায়ার মতো
তোমার উপস্থিতি
সব সময়ে।
৪
অবোধ
উছলে পড়ে
জোয়ার ভাঙা হাসি
অবোধ আমি!
৫
আনন্দে
আনন্দে অশ্রু
ঝরে পরে,শাড়ির
আঁচলে ঢাকে।