১
অপূর্ব
চুলের খোঁপা
সঙ্গে বেনারসির
শাড়ি, অপূর্ব।
২
বায়না
রাজার বেটি
বায়না ধরে এসে
চড়বে ঘোড়া।
৩
গড়াই
আমারো সাধ
জাগে গড়াই তীরে
বাঁধবো ঘর।
৪
পাড়ি
আকাশ পথে
পাড়ি দেবো জীবন
অবলীলায়।
৫
চুম্বন
চুম্বন আঁকে
করতোয়ার মেয়ে
কোমল ঠোঁটে।