১
ফেরা
লজ্জায় রাঙা
মুখে বরণ করে
ফেরালে কেন ?
২
পণ
অচেনা পথ
পাড়ি দেবে শ্যামল
পণ করেছে।
৩
অপেক্ষা
পলক হারা
চোখে তাকিয়ে থাকি
ডাকবে বলে।
৪
প্রার্থনা
তোমার কাছে
পেতেছি হাত, প্রভু
পূর্ণতা দাও !
৫
দোলা
কবরী হাসে
ভ্রমর দোলা দেয়
অকুল হৃদে।