১
কাঁদে
মেঘলা দিন
ঘনঘোর বর্ষায়
ধরিত্রী কাঁদে!
২
ঘায়েল
নিশানা ভুলে
তীরন্দাজের তীরে
ঘায়েল হবে।
৩
মা
শীতল পাটি
বিছিয়ে শোব,সাথে
থাকবেন মা!
৪
যুদ্ধ
ঠান্ডা লড়াই
চলছে বিশ্বে আজ
আমরা ডল।
৫
মাতা
লাথি খেয়েও
হাসেন মাতা কন্যা
যখন পেটে।